বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত তাদের নদীর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের নদনদী দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে আমাদের দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত ছিল বাংলাদেশকে জানিয়ে পানি ছেড়ে দেওয়া। তা না করে হঠাৎ পানি ছেড়ে দিয়ে ভারত জেনেভা কনভেনশনের নীতি লঙ্ঘন করেছে। গতকাল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাউল হাসানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আবদুল হান্নান প্রমুখ। এদিকে, গতকাল সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির ডা. শফিকুর রহমান বলেন, যেহেতু বিগত সরকার অবৈধ ছিল, তাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ তাদের সব নির্বাহী আদেশ বাতিল করা উচিত। পরে তিনি ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেন।
অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওই রকম কোনো সময় দেওয়ার পক্ষে না। তাদেরকে এতটুকু সময় দেওয়া উচিত, যতটুকু সময়ের ভিতরে রাষ্ট্র শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এই সময় না দিলে নির্বাচন হলে সেটি জাতির জন্য কল্যাণকর হবে না।’ এতে বছরের পর বছর সময় লাগার কথা না উল্লেখ করে তিনি বলেন, তারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। তাদের জাতি দায়িত্ব দিয়েছে, তারা কেউ জোর করে নেননি। সাম্প্রতিক বন্যা নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক নদীর মধ্যে বাঁধ দেওয়া অন্যায়। বাঁধ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকে রেখে সুবিধা নেয়, আবার বর্ষায় পানি জমিয়ে একসঙ্গে ছেড়ে দেয়। সৎ প্রতিবেশী হিসেবে আমরা তাদের কাছে এটি আশা করি না।’