ছাত্র-জনতার অভ্যুত্থান পূর্ণ করার জন্য তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করা দরকার বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, গণ অভ্যুত্থান পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হতে পারে। এটাই দাঁড়াবে, আমরা চাই বা না চাই। গতকাল ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব : ২০০৭-২৪ : শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফরহাদ মজহার।
রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করেছিল মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস নামে একটি সংগঠন।
নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।