শরিয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি সাফল্যের ২৯ বছর অতিক্রম করেছে। করোনা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ডলার সংকটসহ রাজনৈতিক-অর্থনৈতিক বৈরী প্রেক্ষাপটেও কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রাহক-শুভানুধ্যায়ীদের আস্থা ও বিশ্বাস ধারাবাহিক প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সাহায্য করেছে। ১৯৯৫ সালে যাত্রা করা ব্যাংকটি সেবার মান ও শরিয়াহ্ পরিপালনের দৃঢ়তা নিয়ে ২৭ সেপ্টেম্বর ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। শুরু থেকেই শরিয়াহ্ পরিপালনের ক্ষেত্রে তার অবস্থানে বিচ্যুত হয়নি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। যুগের সঙ্গে তালমিলিয়ে নিশ্চিত করেছে প্রযুক্তিনির্ভর সর্বাধুনিক ব্যাংকিং সেবা। ব্যাংকের অনলাইনভিত্তিক অ্যাপ ‘আই ব্যাংকিং’-এর মাধ্যমে প্রতিদিন ৭০ হাজার লেনদেন হচ্ছে। ব্যাংকটির এমডি ফরমান আর চৌধুরী বলেন, ইসলামিক ওয়ালেট ও আই ব্যাংকিং এর মাধ্যমে বাংলা কিউআর এর পেমেন্ট করা যায়। এসব কারণেই দেশের অর্থনীতির অন্যতম শক্তি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন আর্থিক সূচকে নতুন নতুন মাইলফলক স্থাপন করেছে। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৪৭ হাজার ৫৬৯ কোটি টাকা। এ বছরের জুন শেষে ৩৬ লাখ গ্রাহকের ৫১ হাজার ৫০০ কোটি টাকার আমানত ও ৪৬ হাজার ৫৬১ কোটি টাকার বিনিয়োগ করে দেশের ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭.২৯%। যেখানে ২০২৩ সালে ছিল ৪৪,৬১৯ কোটি টাকা ও ২০২২ সালে ছিল ৪০,৬১৮ কোটি টাকা। ২০২২ সালের তুলনায় গত বছর বিনিয়োগে গ্রোথ ছিল ৯.৮%। ২০২৩ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৮২২.০১ কোটি টাকা। বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩৬ লাখ গ্রাহকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রায় ২ লাখ ৫ হাজার গ্রাহক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিনিয়োগ সুবিধা নিয়ে অর্থনৈতিক মুক্তির পথে ছুটে চলেছে। বিশেষ করে, দেশের প্রত্যন্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে ব্যাংকটি। বৃহৎ শিল্প বিনিয়োগ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে জামানতবিহীন বিনিয়োগ প্রদান করা হচ্ছে। ২০২২ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত-বিনিয়োগের অনুপাত ছিল ৯০.২৫% এবং ২০২৩ সালে ছিল ৯১.৩৪%। ২০২৪ সালের জুন মাসে ব্যাংকটির আমানত-বিনিয়োগ অনুপাত দাঁড়িয়েছে ৯১.২৩% যা বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমা অর্থাৎ ৯২.০০% এর মধ্যে রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শ্রেণিবিন্যাসিত বিনিয়োগ কমিয়ে আনার ক্ষেত্রেও সফল হয়েছে। গত বছর ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট ৬.৭৬% থাকলেও চলতি বছর জুন মাসে তা ০.২৬% কমে ৬.৫০% এ দাঁড়িয়েছে। বর্তমানে দেশজুড়ে এ ব্যাংকের ২২৪টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথের বিশাল নেটওয়ার্ক রয়েছে। ২০২৪-এর জুন পর্যন্ত আমদানি ১৬,৯৩৯ কোটি টাকা, রপ্তানির ১২,০৪৮ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটি ১১,৩৮০ কোটি টাকার রেমিট্যান্স এনেছে। পল্লী উন্নয়ন প্রকল্পে দেশব্যাপী ৬১,০৫৮ জন নারী বিনিয়োগ সুবিধা নিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন।
শিরোনাম
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’