নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৫) ও জিয়াউর শেখ (৪০)। এ সময় আহত হয়েছেন নিহতের ভাই ইরান শেখ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরমল্লিকপুর গ্রামে এস এম ফেরদৌস ও মাহমুদ খানের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ফেরদৌস পক্ষের লোক তিন ভাই মিরান শেখ, জিয়াউর শেখ ও ইরান শেখের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় মাহমুদ খানের লোকজন। অস্ত্রের কোপে তিনভাই গুরুতর আহত হলে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মিরান ও জিয়াউরকে মৃত বলে ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকে চেষ্টা চলছে।