২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:০৬

হাজার বিড়াল নিয়ে সংসার যার...(ভিডিওসহ)

অনলাইন ডেস্ক

হাজার বিড়াল নিয়ে সংসার যার...(ভিডিওসহ)

তরুণী লিনিয়াকে তার বাবা একটা বিড়াল পোষার কথা বলেছিলেন। তিনি তখন ঘরে নিয়ে এসেছিলেন ১৫টা বিড়ালের বাচ্চা। সেটা ১৯৯২ সাল। লিনিয়া লাতানজিয়োর বয়স এখন ৬৭। বিড়ালের সংখ্যা এক হাজার ১০০। এর মধ্যে ৮০০টা বড় বিড়াল, আর বাচ্চা ৩০০।  

রাস্তায় ঘুরে বেড়ানো অসুস্থ, ক্ষুধার্ত বিড়ালগুলোকে তুলে এনে একেবারে অনাথ আশ্রমের কায়দায় বাড়িতে পোষেন লিনিয়া। এখন তিনি 'ক্যাট লেডি' নামে পরিচিত। 

ক্যালিফোর্নিয়ায় ১২ একর জমির উপর বিড়ালদের নিয়ে সংসার লিয়েনার। তিনি জানিয়েছেন, আজ অবধি প্রায় ২৮ হাজার বিড়ালকে আশ্রয় দিয়েছেন। তার নিজের শোবার ঘরে নিজেরই শোয়ার জায়গা নেই। কারণ ৬০টা বিড়াল ওই খাটটাই বেশি পছন্দ করে। এতো বিড়ালের খাওয়া, চিকিৎসা, কর্মীদের বেতন দিতে বছরে খরচ হয় ১৬ লক্ষ মার্কিন ডলার। অনেকে আবার তার কাছ থেকে বিড়াল দত্তক নিয়ে যান। তবে তার জন্য একটা শর্ত রয়েছে। সেটা হলো কোনো অবস্থাতেই বিড়ালের অযত্ন করা যাবে না।

 


 

বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর