রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা বন্ধ করতে উপ-উপাচার্য এবং আইসিটি সেন্টারের প্রশাসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এই দুই শিক্ষকের বাড়িতে গিয়ে অস্ত্র হাতে মহড়া ও হুমকি দেওয়া হয় বলে জানান তারা।
এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, নগরীর টিকাপাড়ায় আমার বাড়ির চারপাশ ঘিরে ৫০-৬০ জনের একটি দল শুক্রবারের পরীক্ষা বন্ধের বিষয়ে বলতে থাকে। পরীক্ষা বন্ধ না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। তাদের কথাবার্তা শুনে বুঝলাম তারা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া আরেক শিক্ষক খাদেমুল ইসলাম মোল্লা জানান, তার বাড়িতে মোটরসাইকেলে ১০-১২ এসে অস্ত্রসহ প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। তারা এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ‘আজ শুক্রবার সকাল ৮টা থেকে তিন শিফটে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক দিন থেকেই ঝামেলা চলছিলো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ