জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) শিক্ষার্থীদের র্যাগ উৎসবের (শিক্ষা সমাপনী উৎসব) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবটিতে নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আবাসিক হলগুলোর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমকালো এই উৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ব্যাচের মধ্যে থেকে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে।
নিবন্ধনের জন্য হল প্রতিনিধিরা হলেন-
বেগম খালেদা জিয়া হল: আদিয়া ফারজানা দিপ্তী, জয়া চাকমা, সাদিয়া শারমিন প্রিয়াংকা। নওয়াব ফয়জুন্নেসা হল: চৈতি। প্রীতিলতা হল: এন্থি ও অমি। ফজিলাতুন্নেসা হল: শিমু ও সোমি। জাহানারা ইমাম হল: আসমা।
মাওলানা ভাসানী হল: কাউসার ও সাব্বির। আল বেরুনি হল: সোহেল, ফয়সাল, বুখারি ও ইকবাল। আ ফ ম কামাল উদ্দিন হল: মানিক, মাশরুর ও তমাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: টিপু ও রবি। শহীদ সালাম বরকত হল: মিল্টন, সাদ্দাম, মঈনুল, ইমন ও রাজু। শহীদ রফিক জব্বার হল: বাবু, নাজমুল ও লিখন। মীর মোশাররফ হোসেন হল: আজিজ, জয়, অপু, প্রিতম ও ছায়েম।
এছাড়া যেকোন তথ্যের জন্য কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ ওলির (০১৭১৯-০৪৩৬৮৩) সাথে যোগাযোগ করা যাবে। উৎসবটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল