'গ' ক্লাস্টারের অধীভুক্ত সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম, ৬ষ্ঠ এবং ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে সোমবার।
‘গ’ ক্লাস্টারে ভর্তি পরীক্ষায় লড়বে ১১ হাজার ৩০৫ শিক্ষার্থী। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।
জানা যায়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ২৪০ আসনের বিপরীতে জমা পড়েছে ২ হাজার ২১০টি, ৮ম শ্রেণির ৮০ আসনে ১ হাজার ৭৯টি ও নবম শ্রেণির ৮০ আসনে ৮২১টি। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ১৬০ আসনে জমা পড়েছে ২ হাজার ৩০১টি, ৬ষ্ঠ শ্রেণির ১৭৩ আসনে ৩ হাজার ৪৮৪টি ও নবম শ্রেণির ১৪০ আসনে ১ হাজার ৪১০টি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, সোমবার গ ক্লাস্টারভূক্ত ২ স্কুলের ভর্তি পরীক্ষা ৫ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। নবম শ্রেণির ক্ষেত্রে অষ্টম শ্রেণির জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ফলাফল ঘোষণা করা হবে।