রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক মোসলেহ্ উদ্দীনের বিরুদ্ধে অসদাচরণ ও গালমন্দ করার অভিযোগ তুলে তার পদচ্যুতি দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তার সহকর্মীরা।
সোমবার দুপুরে ক্রপ সায়েন্স বিভাগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিভাগের ১৩ শিক্ষকের মধ্যে ১০ জন এ দাবি জানান। কর্মবিরতির পাশাপাশি তারা অধ্যাপক মোসলেহ্ উদ্দিনের পদচ্যুতির দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নূরুল আলম বলেন, অধ্যাপক মোসলেহ্ উদ্দীন বিভাগের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তিনি বহুবার শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও গালমন্দ করেছেন। আমরা বিভাগের দুই-তৃতীয়াংশ শিক্ষক সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে তার পদচ্যুতি চেয়ে মাননীয় উপাচার্য বরাবর আবেদন করেছি।
তিনি আরও বলেন, বিভাগের সভাপতির পদচ্যুতি দাবিতে আমরা বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং আগামী দুই জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা করছি।
যোগাযোগ করা হলে ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক মোসলেহ্ উদ্দীন বলেন, আমি ক্যাম্পাসের বাইরে আছি। আমার বিভাগের শিক্ষকেরা কেন কর্মবিরতির ঘোষণা দিয়েছে তা আমি জানি না।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন