শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে নয় দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হবে বলে চারুকলা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী জানান, এ প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনে ২৯ ডিসেম্বর বেলা ১১টায় শুরু হবে। চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সায়েন উদ্দিন আহাম্মেদ।
প্রদর্শনীতে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের ২৮৮ জন শিক্ষার্থীর মোট ৩৭৯ টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৬টি পুরস্কার প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা