জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম আবু সুফিয়ান চঞ্চলকে মনোনিত করা হয়েছে।
মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
এদিকে এবারের কমিটিতে ক্লীন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটির সভাপতি মো. জুয়েল রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনির অনুসারী। তার বাড়ি টাঙ্গাইল জেলার দাড়িয়াপুর ইউনিয়নে। জুয়েল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা মো. আব্দুস সালাম দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
অপরদিকে সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের আস্থাভাজন আবু সুফিয়ান চঞ্চলও প্রথম বর্ষ থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুরে। তার বাবা মো. লৎফর রহমান জনতা ব্যাংকে কর্মরত আছেন।
ক্লীন ইমেজ ও সংগঠনের প্রায় প্রতিটি সভা-সমাবেশ, মিছিলে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এই দুই পদে তারা জায়গা করে নিয়েছেন বলে ছাত্রলীগের একাধিক সাবেক নেতা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল