মির্জাপুর ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন এবং সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি।
বৃহস্পতিবার বিকেলে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এসময় কলেজের অধ্যক্ষ মো. নুরুল হোসেন, কলেজের শিক্ষক, জিওসির সহধর্মিনী বেগম সারাহনাজ কমলিকা জামান, অভিভাবক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সকাল ৯টায় ক্যাডেট কলেজ মাঠে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. নুরুল হোসেন।
কলেজের ফজলুল হক হাউজের ৪০ জন, সোহরাওয়ার্দি হাউজের ৩৬ জন এবং নজরুল ইসলাম হাউজের ৪৯ জন মোট ১২৫ জন ক্যাডেট জুনিয়র এবং সিনিয়র ব্যাচে প্রতিযোগিতায় অংশ নেয়। সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত জুনিয়র এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র ব্যাচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে ক্যাডেটরা অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ