চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শাটল ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হামজারবাগ রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৯টা ২০ মিনিটে একটি শাটল ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে আসে। শাটল ট্রেনটি হামজারবাগ এলাকায় পোঁছালে একটি প্রাইভেটকার রেল ক্রসিং অতিক্রমের চেষ্টাকালে ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন, এ রকম একটা ঘটনার খবর আমরা শুনেছি। খোঁজ নিয়ে জানলাম প্রাইভেটকারের চালক ছাড়া আর তেমন কেউ আহত হয়নি।
উল্লেখ্য, হামজারবাগ এলাকায় রেললাইন সংস্কারের কাজ চলছে। এ কারণে ট্রেনটি ধীর গতিতে চলছিলো। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/কালাম