ধর্ষকের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সামীমা সীমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুন্নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি।
তিনি বলেন, বর্তমানে দেশের ধর্ষণের পরিস্থিতি নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। যা নারী জাতির জন্য চরম ভয়ংকর। তিনি সাম্প্রতিককালে ধর্ষণের ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে সহকারী প্রক্টর ইয়াকুব বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সচেতনতা, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস ও নৈতিকতা এই শিক্ষা প্রথমে দরকার। আমাদের মধ্যে এগুলো হারিয়ে গেছে।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী। তিনি বলেন, ধর্ষণের ছোবল থেকে বাচঁতে আমাদের প্রথমে সচেতনতা দরকার। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা অঙ্গনে সচেনতা কাউন্সিল জরুরি। তিনি সরকারে কাছে নারীদের নীরাপত্তা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব