ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে সাতটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে মনোনীত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে তালিকা প্রেরণ করে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য মনোনীতরা হলেন কৃষি অনুষদের ছাত্রী হাবিবা জান্নাত মীম, সিএসই অনুষদের মো. আতিকুর রহমান, বিএএম অনুষদের মো. আল ইমরান, এএনএসভিএম (ডিভিএম) অনুষদের শম্পা রানী, মৎস্য বিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবনী সরকার এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শারমিন আক্তার।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। আজ বৃহস্পতিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম সাক্ষরিত ও প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক