জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জারমিন আক্তার জুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল চরপাড়ায় অবস্থিত শেখ মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সাথে গলায় উড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শিক্ষার্থী জামালপুর সদরের বাগেরহাট গ্রামের জুলহাস হোসের মেয়ে।
ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হামিদুর রহমান সুমন জানান, আজকে দুপুর ২ টা পর্যন্ত আমরা একসাথে ক্লাশ করেছি। ক্লাশ শেষ করে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর আমরা এই ঘটনা শুনতে পাই। কিভাবে কি হল আমরা আর কিছু বলতে পারছিনা।
জানা গেছে, জুই এর বিয়ে হয়েছিল ৮ বছর আগে। স্বামী জামালপুর সদরের কাচারিপারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আলি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় সেখান থেকে একটি চিরকুট পাওয়া গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন