ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বাসায় র্যাব পাঠিয়ে হয়রানির প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাহিরে নিরাপত্তার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
নিজেদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। আর নিজের আবাসস্থলে যখন একজন শিক্ষার্থীর অজানা আতঙ্কে বসবাস করতে হয় সেখানে অন্য কোনো উপায় খুজে পাওয়া খুব দুষ্কর।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন আলো, সিএসই বিভাগের শিক্ষার্থী শিশির ইসলাম বাবু, ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌকির মাহফুজ মাসুদ ও তন্ময় সাহা টনি, আরবী বিভাগের শিক্ষার্থী জোবায়ের আল মাহমুদ, আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাত, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান লালন প্রমুখ।
এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিডি প্রতিনিধি/এনায়েত করিম