'Reporting, Editing & Anchoring' শীর্ষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ দুইদিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
শনিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামীর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের অবদান রাখতে আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নবনীতা চৌধুরী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ