চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলছে। আজ রবিবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছেন।
এরআগে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আলাওল হল, এ এফ রহমান হল ও দুই নং গেইটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর থেমে থেমে সংঘর্ষ চলছে।
এদিকে এ ঘটনার পর শাটল ট্রেনের চালককে অপহরণ ও হোসপাইপ কেটে দেয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ফলে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় রুটে কোনো শাটল ট্রেন চলাচল করেনি।
জানা গেছে, কিছুদিন আগে সোহরাওয়ার্দী হলে সিএফসি গ্রুপের কর্মীদের রুম দখলে নেয় বিজয় গ্রুপের কর্মীরা। এ সময় তারা হল থেকে বিতাড়িত হয়। পরে শনিবার রাতে সিএফসি গ্রুপের কর্মীরা তাদের রুম ফের দখলে নিলে দুই গ্রুপে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিজয় গ্রুপকে সোহওয়ার্দী হল থেকে বিতাড়িত করে আলাওল হলের দিকে সিএফসি গ্রুপ ধাওয়া দেয়। এ সময় সিএফসি গ্রুপ আলাওলের সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা