ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রবিবার অনুষদের সপ্তম তলায় অবস্থিত কেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এ সময় অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবাযত্ন কেন্দ্রটি সপ্তাহে পাঁচদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের সন্তানদের রাখার সুযোগ পাবেন। শিশুদের দেখ-ভালের জন্য এতে তিনজন সার্বক্ষণিক সহকারী থাকবেন।
এ বিষয়ে দিবাযত্ন কেন্দ্রের উদ্যোক্তা অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আমাদের অনুষদে প্রায় তিনশত শিক্ষক আছেন। তারা আমাকে এই বিশেষ জায়গাটিতে দৃষ্টি আকর্ষণ করেছেন। কেননা আমাদের বর্তমান সামাজিক বাস্তবতায় পরিবারের স্বামী-স্ত্রী উভয়ই কর্মক্ষেত্রে নিয়োজিত হন। ফলে শিশুদের রাখার জন্য একটি আস্থার জায়গা দরকার হয়। এজন্য আমার সহকর্মীরা যাতে তাদের সন্তানদের নিরাপদে রাখতে পারে সেজন্য সামাজিক বিজ্ঞান অনুষদে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীও এই বিষয়টির দিকে দৃষ্টি দিচ্ছেন। তিনি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে দিয়েছেন। বিশেষ করে নারী শিক্ষকদের যাতে সহযোগিতা করতে পারি এজন্যও আমরা এটা করেছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন