চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের (বিজয় গ্রুপের) ডাকা অনির্দিষ্টকালে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড.শিরীণ আখতারের আশ্বাসে তারা এ অবরোধ প্রত্যাহার করে।
রবিবার রাত সাড়ে আটটা থেকে চবি উপাচার্য কক্ষে বিজয় গ্রুপের সাথে প্রায় এক ঘণ্টা আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেন বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার সৌরভ।
তিনি বলেন, কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসী ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। রবিবার তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালায়। আমরা উপাচার্য মহোদয়ের কাছে তার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি। তিনি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিচারের আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করেছি।
বিজয় গ্রুপের আরেক নেতা ও সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম বলেন, আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। সভাপতি যদি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই তাহলে আমরা তার সাথেই মুভ করবো।
চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ছাত্রদের ব্যক্তিগত সংঘাতের কারণে এ সমস্যা হয়েছে। তারা বিচারের দাবি জানিয়েছে আমরা তা মেনে নিয়েছি। দ্রুত তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এসময় তিনি সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরিক্ষা যথারীতি চলবে বলেও জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন