আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা নিবন্ধন করতে পারবে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ ও ২০১৬ সালে পাস করা গ্রাজুয়েটদেরকে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে ৩ হাজার ৫৭০ টাকা। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব