করোনাভাইরাস সংক্রমণ রোধে অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করতে উপাচার্যের কাছে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে দেওয়া এক আবেদনপত্রে সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূঁইয়া এই অনুরোধ জানান।
আবেদনপত্রে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে ‘প্যান্ডেমিক’ হিসেবে ঘোষণা করেছে। ইতোমধ্যে ১৫০টি দেশে করোনাভাইরাস বিস্তার লাভ করেছে। পৃথিবীর বহু রাষ্ট্র সরকার পরিচালনার দায়িত্বে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনসমাগম, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করা হয়েছে। এমনকি কোনো কোনো দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কেন্দ্রীয় সরকার করোনাভাইরাসের বিস্তারকে বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশের এবং শ্রীলঙ্কার সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আমাদের দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাময়িকভাবে বন্ধ করার বিষয়ে একটি সম্মিলিত জনমত সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনতিবিলম্বে সাময়িকভাবে বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করার জন্য আপনার (উপাচার্যের) কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন