২১ মার্চ, ২০২০ ১৪:৪৭

মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম তাদের ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করে। 

এ উপলক্ষ্যে জাতির পিতার বাণীসমূহ ও ছবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেয়ালিকা ও ব্যানার দিয়ে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাম্পাসকে সুসজ্জিত করা হয়। 

১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদের নেতৃত্বে সকল স্তরের প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। 
জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে রক্তদান কর্মসূচি, জাতির পিতা স্মারক ফুটবল টুর্নামেন্ট ও দেয়াল পত্রিকা উন্মোচন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর