আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ- এ ‘ডিজিটাল স্কিলস এবং মাইন্ডসেট টু সেটআপ এ সাকসেস্ফুল বিজনেস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে এটি অনুষ্ঠিত হয়।
লেকচার সিরিজের উদ্দেশ্য আধুনিক বিশ্বের প্রযুক্তিগত উৎকর্ষের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মান দীর্ঘস্থায়ী এবং টেকসই করার প্রচেষ্টা, এবং তারই ধারাবাহিকতায় এই বিষয়ে আলোচনা।
ওয়েবিনারে প্রধান অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার প্রখ্যাত টুন আব্দুল রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চ্যাম্রুন ডিজিটাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজলো ট্রেইনার্স এন্ড কনসালট্যান্টস, মালয়েশিয়ার প্রধান কারিগরি কর্মকর্তা অধ্যাপক ড. বেহরাং (হানি) পাড়িজকার।
অধ্যাপক ড. পাড়িজকার উল্লিখিত বিষয়ে তাঁর ব্যবহারিক দক্ষতা এবং অভিজ্ঞতা শেয়ার করার সময়ে বলেন, “একটি সফল এবং কার্যকরী ব্যবসায় উদ্যোগের জন্য প্রতিটি দৃষ্টিকোণ থেকে ডিজিটাল প্রযুক্তি উল্লেখযোগ্য সার্থকতা বয়ে নিয়ে আসতে সক্ষম”। আলোচনার মধ্য দিয়ে সম্মানিত অতিথি বক্তা বিভিন্ন উদাহরণের সাহায্যে তাঁর মূল্যবাণ অভিমত এবং অনুভূতি অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরেন।
একটি অনুপ্রেরণামূলক স্বাগত বার্তা দিয়ে ওয়েবিনারের আরম্ভ করেন ড. দীপ নন্দী, (সহযোগী অধ্যাপক এবং পরিচালক, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এআইইউবি)। ওয়েবিনারে তিনি প্রতিটি ব্যবসায় উদ্যোগকে সফল কার্যক্রমে পরিণত করার জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়নের চর্চা এবং প্রযুক্তি ব্যবহার সহজ ও সাবলীল করার জন্য এইআইউবি-র প্রচেষ্টার কথা তুলে ধরেন। কী-নোট প্রেজেন্টেশনের পরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের সহযোগী ডীন ও সহযোগী অধ্যাপক মশিউর রহমান ওয়েবিনারের অতিথি বক্তা অধ্যাপক ড. পাড়িজকার এবং অন্যান্য সকল অংশগগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. চার্লস সি. ভিলানুয়েভা, একাডেমিক ভাইস প্রেসিডেন্ট এবং ডীন, ফ্যাকাল্টি অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, এআইইউবি সবার শেষে অধ্যাপক ড. পাড়িজকারকে অতিথি বক্তার আসন অলঙ্করণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রশংসাপত্র পেশ করার মাধ্যমে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন।
ওয়েবনারটির মডারেশনের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো মাহবুব চৌধুরী মিশু, (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স)। ইন্টারনেট প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, কর্মকর্তাগণ, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের এলামনাই সদস্য এবং সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ সহ প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী উক্ত ওয়েবিনারে সংযুক্ত হন এবং ফেসবুক লাইভের মাধ্যমে দেশে-বিদেশের প্রায় ১৫০০-এর বেশী ভিউয়ের মাধমে আলোচিত বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে শেয়ার করা হয়, যেটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল একটি কার্যক্রম।
বিডি প্রতিদিন/আবু জাফর