বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাগণের পেশাগত বৈষম্য দূরীকরণ; নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা সংযোজনের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. শামছুদ্দিন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা ও অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী মো. হারুন-আল-রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়গুলো যথাযথভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, ইউজিসি অভিন্ন নির্দেশিকা তৈরি করে আমাদের বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কখনো মেনে নিবে না। বক্তারা বলেন, শিক্ষামন্ত্রীর মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করতে হবে। তিনি জানলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার কর্মকর্তার প্রাণের ১২ দফা দাবি পূরণ হবে।
১২ দফা দাবির মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদের স্কেল সমতাকরণ, কর্মকর্তাদের চাকরি জীবনে চারবার পদোন্নয়নের সুবিধা প্রদান, চাকরির বয়স সীমা ৬৫ বছর উন্নীতকরণ ইত্যাদি উল্লেখযোগ্য।
বিডি প্রতিদিন/আবু জাফর