বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সারাদেশে ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে ''Film for Flood Victims' (বন্যার্তদের জন্য চলচ্চিত্র) শিরোনামে এমন উদ্যোগ নিয়েছে সংগঠনটি। দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর রবিবার ছিলো প্রথম দিন।
আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে এহতেশাম পরিচালিত পিচ ঢালা পথ, মালেক আফসারী পরিচালিত এই ঘর এই সংসার, হুমায়ূন আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলা ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা।
সোমবার সকাল ১০টায় গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি, দুপুর সাড়ে ১২টায় বাসু চ্যাটার্জী পরিচালিত হঠাৎ বৃষ্টি, বিকাল সাড়ে ৩টায় ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত মাটির প্রজার দেশে এবং সন্ধ্যা ৬টায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন প্রদশন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক শুভ্র দাস বলেন, “বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য অর্থ সংগ্রহ করতেই আমরা এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীতে এপার ও ওপার বাংলার মোট ৮টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। টিকিট বিক্রির পুরো টাকাই বন্যাদুর্গতদের জন্য দেওয়া হবে।”
ঢাবি শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ
এদিকে, সিলেট এবং সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীকে সাহায্য করার লক্ষ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষার্থীরা। শনিবার টিএসসি-তে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ নেয়। এতে ‘বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’- ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহের আহ্বান জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীসহ সব মহল থেকে অর্থ সংগ্রহ করবেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থ সংগ্রহ কার্যক্রম চালানো হবে।
এ উদ্যোগের সমন্বয়কারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুবেল বলেন, দেশের জনগণের অর্থে পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়েরগুলো। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ উদ্যোগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন