নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তারা তুরস্কের রাজধানীতে আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয় (এওয়াইবিইউ) কর্তৃক আয়োজিত তুরস্ক-বাংলাদেশ একাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সচেঞ্জ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম ২০২২-এ অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ১৯ থেকে ২২ জুন পর্যন্ত এই প্রোগ্রাম অংশগ্রহণ করে।
গত ২৩ মে নোবিপ্রবি ও এওয়াইবিইউ প্রতিষ্ঠান প্রধানরা ভার্চুয়ালি সভা করেন ও পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে নোবিপ্রবির প্রতিনিধিদল নোবিপ্রবি ও বাংলাদেশ বিষয়ে প্রেজেন্টেশনের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি উপস্থাপন করেন।
নোবিপ্রবি প্রতিনিধিদলের সদস্যরা হলেন-উক্ত কার্যক্রমের সমন্বয়ক সহকারী রেজিস্ট্রার ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অফিসার আবু জুবায়ের, সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন, শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী-বিদ্যুৎ মো. আবু নাছের ও সহকারী অ্যাকাউটেন্ট মোহাম্মদ সবুজ উদ্দিন।
উল্লেখ্য, গত ২০ জুন উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রধানরা। যথাক্রমে আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. ইব্রাহিম আয়দিন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর প্রফেসর ড. আরিফ আনকারালি, সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম দেমির, নোবিপ্রবির পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
বিডি প্রতিদিন/এমআই