৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৯

ইউল্যাবে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা

অনলাইন ডেস্ক

ইউল্যাবে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘আমার চলচ্চিত্রে ১৯৪৭’-শীর্ষক বক্তৃতার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি)। 

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা ও সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করেন। চলমান সময়ে সমাজ সংস্কৃতিতে মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন।

চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল তার বক্তৃতায় ১৯৪৭ সালের দেশভাগ কেনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল- এটি কীভাবে আমাদের দেশের ভূমি, রাজনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে সে বিষয়টি আলোচনায় তুলে ধরেন। তার ফিচার ডকুমেন্টারি ফিল্মে কীভাবে দেশভাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে তা দেখান।

সেমিনারে চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক, প্রযোজক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানীর পাশাপাশি ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর