শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
নোবিপ্রবির শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে সড়ক অবরোধ
নোয়াখালী প্রতিনিধি:
অনলাইন ভার্সন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনার অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার, ২ শিক্ষার্থীকে কারণ দর্শানো ও একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার নার্গিস আক্তার হেলালী কতৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এ আদেশ দেয়ার পর বহিস্কৃত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়ক অবরোধ করে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শতাধিক শিক্ষার্থী সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। এর আগে, বিকেল সাড়ে চারটার দিকে প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
বিক্ষোভে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তুচ্ছ ঘটনায় বেশি শাস্তি দিয়েছেন শিক্ষার্থীদের। এ কারণে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার পথে। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে শাস্তি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় শিক্ষা, সমাজবিজ্ঞান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স বিভাগের তিনজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তিনজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্ক করা হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে নোটিশ জারি করার পর বহিষ্কৃত শিক্ষার্থী ও তাদের সহপাঠীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে বহিষ্কারাদেশ প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল চারটার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক তালা দিয়ে বন্ধ করে দেয়। এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সোনাপুর-চর জব্বর সড়কেও যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রয়েসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোর্ডের সিদ্ধান্তক্রমে মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও শাস্তির আদেশ দেন কতৃপক্ষ। এ আদেশ দেয়ার পর বহিস্কৃত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়ক অবরোধ করে। প্রায় এক ঘন্টা অবরোধের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, মারামারি, বিশৃঙ্খলার ঘটনায় ৬ মাস থেকে ৩ বছর মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, কারণ দর্শানো ও একজনকে সতর্ক করা হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মারুফ আহমেদ মিরাজ, মৃনাল কৃষ্ণ সাহা, মিজানুর রহমান, আবদুর রহমান রিয়ন, মো. শাকিল মোস্তফা, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আবদুল্যাহ আল নাহিদ, রোকেয়া ফেরদৌসী, মো. শওকত হোসেন, হৃদয় কাজী সজীব, ফজলে চিশতি হিমেল, শাহ পরান শিপন, ফাহাদ ইবনে আলম ও মানিক চন্দ্র দেবনাথ।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
২৪ মিনিট আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
৪৩ মিনিট আগে | দেশগ্রাম