সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
পরে এক আলোচনা সভায় উপাচার্য ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের বিষয়ে তরুণদের নতুন করে বিশ্লেষণ করার এবং পুনরুজ্জীবিত হবার তাগিদ দেন।
এছাড়া মহান স্বাধীনতার মাসে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। ৭ই মার্চ সকাল ১১ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের রবি প্রাঙ্গণে অর্থনীতি বিভাগ আয়োজিত 'ইকোন স্পোর্টস ফেস্ট' উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
বিডি প্রতিদিন/হিমেল