১৩ মার্চ, ২০২৩ ২১:০৬

জাবিতে আবাসিক হলে চোরের উৎপাত, প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে আবাসিক হলে চোরের উৎপাত, প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের আবাসিক হলে ছিঁচকে চোরের উৎপাতের ঘটনা পুনরাবৃত্তির প্রতিবাদে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাহার হোসেন পদত্যাগ করেছেন।

ফলে হলটিতে প্রভোস্ট হিসেবে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের অধ্যাপক কে এম আককাছ আলীকে সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

অনুভূতি ব্যক্ত করে হলের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট আককাছ আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই। যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, হলের বদনাম না হয় এজন্য আমি শিক্ষার্থীসহ সকলের সাহায্য কামনা করছি।'

জানা যায়, গত ১২ মার্চ ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল বেগম সুফিয়া কামাল হল, বেগম খালেদা জিয়া হল এবং  শেখ হাসিনা হলে একযোগে হানা দেয় কয়েকজন ছিঁচকে চোর। এসময় চুরি করতে ব্যর্থ হয়ে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্তা করেন তারা।

এর আগে গত ৭ই মার্চ ভোররাতে শেখ হাসিনা হলেও একই ঘটনা ঘটে। সেসময় ওই হল থেকে ১১'শ টাকা চুরি করে পালিয়ে যায় এক যুবক।

শিক্ষার্থীদের অভিযোগ, 'পর পর তিনটি হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে আতংকে রয়েছেন তারা।'

এদিকে গতকাল দুপুরে হলগুলোকে সিসিটিভির আওতায় এনে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করা, বহিরাগতদের অবাধ প্রবেশ ও বিচরণ বন্ধ করা এবং নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়নে পদক্ষেপ নিতে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বরাবর স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে, গত রবিবার রাতে এসব ঘটনায় সংশ্লিষ্ট দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি দেয়াসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

তাদের অন্য দাবিগুলো হলো- হলের চারপাশের দেওয়ালের উচ্চতা বাড়ানো, হাইওয়েতে সিসিটিভি লাগানো ও মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত লোকবল রাখা, হলের চারপাশে পর্যাপ্ত ফ্লাড লাইট লাগানো, গার্ডের দায়িত্ব পালন নিশ্চিত করা, নিচ তলার প্রতিটা রুমের উইন্ডো কেসিং লাগানো, হলের পেছনের দিকে হল এটেন্ডেন্টের উপস্থিতি নিশ্চিতকরণ, হল সুপারের উপস্থিতি নিশ্চিতকরন, নিচ তলার ডাইনিং ও গনরুমে জানালায় পর্দা লাগানো, শিক্ষার্থীদের নিরপেক্ষ জবাবদিহি চাওয়ার অধিকার নিশ্চিতকরণ করতে হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর