কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এমবিএ ডিগ্রি প্রত্যাশীদের জন্য নিয়ে এসেছে চমৎকার একটি সুযোগ। বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স প্রোগ্রামে প্রথমবারের মতো এমবিএ মেজর করার সুযোগ দিচ্ছে সিইউবি।
এই প্রোগ্রামের অধীনে রয়েছে চারটি কোর্স। এগুলো হলো-ডাটা স্ট্রেটেজি, বিজনেস ইন্টেলিজেন্স, প্রিন্সিপাল অব মেশিন লার্নিং এবং অ্যাপ্লিকেশন্স অব ডাটা অ্যানালিটিক্স। ডিজিটাল মার্কেটিং, টেলিকমিউনিকেশনস, ফিনটেক, এডটেক এবং সোশ্যাল মিডিয়ার মতো বিষয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এই কোর্সটিতে যোগদান করেছেন টিকটক সাউথ এশিয়ার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার খান মুহাম্মদ সাকিফুল আলম।
বিডা মেজরসহ এমবিএ গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে ম্যানেজার, প্রোডাক্ট/প্রোগ্রাম ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেইনি, টেলিকমিউনিকেশন, নন-ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (NBFI), কনসাল্টিং এবং ডিজিটাল মার্কেটিং-এর মতো সেক্টরে বিশ্লেষক হিসেবে চাকরি পাওয়ার সুযোগ।
সিইউবির স্কুল অফ বিজনেসের সাথে সংশ্লিষ্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. রিদওয়ানুল হক। ডিনের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ জহুরুল হক। স্কুল অব বিজনেসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন প্রফেসর এস এম আরিফুজ্জামান। এমবিএ ও ইএমবিএ’র কোর্স পরিচালনা করেন মার্কেটিংয়ের কিংবদন্তি শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। বিভাগে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন আশরাফসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এমআই