আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি)-এর অফিস অব স্পোর্টসের উদ্যোগে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২৩ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে।
বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও অফিসারদের সমন্বয়ে সর্বমোট ৪৮টি দল প্রতিযোগীতায় অংশগ্রহণ নিচ্ছে।
এআইইউবির উপ-উপচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।