চাকরি স্থায়ীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট দ্বিতীয় দিনেও চলছে।
সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়। রাতেও তারা এ ধর্মঘট পালন করেন। মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত একটানা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানালে নাকচ করে দেন কর্মচারীরা।
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এটেন্ডেন্ট ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ দুপুরের দিকে উপাচার্য এসে আমাদের ধর্মঘট প্রত্যাহারে জন্য বলেছেন। কিন্তু তিনি চাকরি স্থায়ী করার বিষয়ে কিছু বলেননি। ফলে আমরা লাগাতার এ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বলেন, এর আগে অনশন ধর্মঘট পালন করলে প্রশাসন ৬ মাসের মধ্যে চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়। অথচ এখন পর্যম্ত ২/১ জনের ছাড়া কাউকে স্থায়ী করা হয়নি। প্রশাসন বাইরে থেকে নতুন কর্মচারী নিচ্ছে। আমাদের স্থায়ী না করলে আমরা ধর্মঘট চালিয়ে যাব।
বিডি প্রতিদিন/এমআই