আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, দেশে আজ সকল দলের দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কিন্তু আওয়ামীলীগ চায় তাদের অধিনে নির্বাচন। ১৮ সালে প্রহসনের নির্বাচনে আওয়ামীরীগ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দিনের ভোট রাতে করেছে। মানুষ এই সরকারকে আর বিশ্বাস করে না। আজ মানুষ চায় তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান, সাবেক সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুদর-ই-জাহান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ও প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদ সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয়। কারণ ২০১৪ ও '১৮ সালের নির্বাচনে দেশের মানুষ আওয়ামী সরকারের ভোটাধিকার হরণ দেখেছে। কিন্তু সেই চিত্র পুনরায় জনগণ আর দেখতে চায় না। তাই তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন সম্ভব নয়। এই জুলমবাজ সরকার পেশি শক্তি ও পুলিশ বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে এই ফ্যাসিবাদী সরকার।
বক্তারা আরো বলেন, দেশে আজ শান্তি নেই। মানুষের অধিকার নেই। দেশ নৈরাজ্যে পরিণত হয়েছে।
ফলে দেশের মানুষ এই সরকারকে বয়কটের ডাক দিয়েছে। বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ এখানে জনগণের নিরাপত্তা হুমকির মুখে। তাই অবিলম্বে সরকারের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। অন্যথায় দুর্বার আন্দোলনের ডাক দেন বক্তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী বিএনপিপন্থী প্রায় অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন