এবার আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১৩ দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন শেষে আমরণ অনশনে বসছেন তারা।
সোমবার সকাল ৯ টা থেকে কাফনের কাপড় পরে অনশনে অংশ নেন দুই কর্মচারী। এরআগে, রবিবার থেকে এ আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদেরকে আশ্বাস দিলেও চাকরি স্থায়ী করেনি প্রশাসন।
এ বিষয়ে আন্দোলনকারী শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, এ পর্যন্ত চাকরি স্থায়ী করার দাবিতে কয়েক দফায় মানববন্ধন, ধর্মঘট, অনশন পালন করেছি। প্রতিবারই প্রশাসন আশ্বাস দিয়ে কার্যত কিছু করেনি। গত ১৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করার পরও প্রশাসন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। তাই এবার আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবো।
এদিকে এ মুহূর্তে কর্মচারীদের স্থায়ী করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান।
গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত ১৫ জন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল