চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা উপাচার্যের মৌখিক আশ্বাসে অনশন ভেঙেছেন।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের উপস্থিতিতে পানি পানের মাধ্যমে অনশন ভাঙেন তারা।
এসময় উপাচার্য দাবি বাস্তবায়নে আশ্বস্ত করে কর্মচারীদের বলেন, অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি ৪৫০ করার প্রস্তাব আগামী সিন্ডিকেটে উত্থাপন করা হবে। এছাড়া পরবর্তীতে কর্মচারী নিয়োগে অস্থায়ীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে শহীদ রফিক জব্বার হলের এটেন্ডেন্ট শাহীন হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে উপাচার্য তার অফিসে কর্মচারীদের মধ্য থেকে আমাদের ৭ জনকে ডেকেছেন। তিনি কর্মচারীদের স্থায়ী নিয়োগ করার জন্য পরবর্তীতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া, পরবর্তী সিন্ডিকেটে সকল অস্থায়ী কর্মচারীর বেতন দৈনক ৪৫০ টাকা করা হবে বলে জানিয়েছেন। তার কথায় আশ্বস্ত হয়ে আমরা অনশন ভেঙেছি। যদি উপাচার্য তার কথা বাস্তবায়ন না করেন আমরা ফের আন্দোলনে যাবো।
উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে গত ১৭ জুলাই থেকে জাবিতে কর্মচারীরা অবস্থান ধর্মঘট শুরু করেন। এরপর, গত রবিবার সকাল থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/হিমেল