ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে দুটি গাড়ি ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলাদেশ প্রতিদিনকে জানান, দুর্ঘটনার পর রিকশাযাত্রী মনির ও বাদশা নামে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মনিরের (৪০) মাথা ফেটে গেছে। অন্যজনের আঘাত গুরুতর নয়।
ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ সরকার জানান, শহিদ মিনারের সামনে দিয়ে পলাশী অভিমুখী রাস্তায় চলন্ত গাড়ির উপর গাছটি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত গাড়ির একটি গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তার। তবে তিনি বা তার গাড়িচালক কেউ তেমন আহত হননি। তবে রিকশা-আরোহী দুইজন আহত হয়েছে। তবে রিকশা চালক সুস্থ আছেন। অন্যদিকে, দুর্ঘটনায় আরেকটি গাড়ির ব্যাক-শিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ির মালিক একজন ব্যাংক কর্মকর্তা। তবে তিনি গাড়িতে ছিলেন না।
বিডি প্রতিদিন/এমআই