আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ছাত্রলীগে কোন অনুপ্রবেশকারী বা দুষ্টচক্রের স্থান নেই। অনুপ্রবেশকারী, অছাত্র, বিবাহিত কিংবা মাদকাসক্ত মুক্ত ছাত্রলীগ গড়তে চাই। এমন কাউকে ছাত্রলীগের নেতৃত্বে দেখতে চাই না।
মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। মেট্রোরেল ও পদ্মা সেতু হয়েছে। এখন বঙ্গবন্ধু টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাংশ উদ্বোধন অপেক্ষায়। আওয়ামী লীগ ছাড়া দেশের এমন উন্নয়নের কথা কেউ ভাবেনি, করেওনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা করেছেন। এগুলো মুক্তিযুদ্ধের অর্জন। এতে দেশের মানুষের ভোগান্তি কমেছে এবং দক্ষ জনসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দেশের প্রকৌশলী ও প্রযুক্তির সঙ্গে জড়িত অনেকে হাতে-কলমে শিক্ষালাভ করেছেন। যা বঙ্গবন্ধু কন্যার সুদূরপ্রসারী পরিকল্পনা ফল। এই শিক্ষা ও দক্ষতা ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্যও পাথেয় হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই তরুণ প্রজন্মকে কাজ করার আহ্বান জানান তিনি।
শাখা ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন