শীতকালীন ছুটি উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
এ প্রশাসক জানান, শীতকালীন ছুটি উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে। এছাড়া ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে সেদিন জাতীয় ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে পরদিন সোমবার (৮ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলবে।
জানা গেছে, সাপ্তাহিকসহ (শুক্রবার ও শনিবার) ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ১০ দিন ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।
এ ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ