আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করে এ আহ্বান জানান দলের নেতাকর্মীরা।
দলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরী সানিন বলেন, বর্তমান আওয়ামী সরকার নির্বাচনের নামে বানরের রুটি ভাগাভাগির খেলায় মেতে উঠেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করছে এবং বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন চালাচ্ছে। এই ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েই আমাদের এই কর্মসূচি।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দলোনের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে। শাখা ছাত্রদলের সদস্যসচিব সানিনের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, শাখা ছাত্রদলের কর্মী শাহ মো. মুহাম্মদ কাফি, সামাদ মুবিন, শাওন, নাহিদ, রাফাতসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই