রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভায় এ দায়িত্ব গ্রহণ করেন তারা। সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক শফিকুন্নবী সামাদী এ দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণকালে সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবো। আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সর্বদা পাশে থাকার কথা জানান তিনি।
সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বোরাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ সমিতির বিদায়ী ও নবনির্বাচিত সদস্য ও শিক্ষকবৃন্দ।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ তথা আওয়ামী সমর্থিত হলুদ প্যানেল থেকে সকল পদে প্রার্থীরা নির্বাচিত হন। সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার, সহসভাপতি
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ টি এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক পার্থ বিপ্লব রায়, যুগ্ম সম্পাদক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার।
এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এ এইচ এম হেদায়েতুল ইসলাম, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজের সহকারী অধ্যাপক শারমিন আখতার, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার, ফার্মেসী বিভাগের অধ্যাপক আব্দুল কাদের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজির আহম্মদ তুষার
ফলিত গণিত বিভাগের অধ্যাপক আলী আকবর সদস্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এ এইচ এম তাহমিদুর রহমান, এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাউস সালেহীন ও গণিত বিভাগের অধ্যাপক সাজুয়ার রায়হান।
বিডি প্রতিদিন/আরাফাত