২৪ মে, ২০২৪ ২১:৩৮

সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হলেন জাবি অধ্যাপক জুলকারনাইন

জাবি প্রতিনিধি

সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হলেন জাবি অধ্যাপক জুলকারনাইন

অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন

শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন। 

শুক্রবার (২৪ মে) অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২১ মে সার্ক কালচারাল সেন্টারের এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকদার মো. জুলকারনাইন কলম্বোর সার্ক কালচারাল সেন্টারে আগামী ৩ বছরের জন্য উপ-পরিচালক (প্রোগ্রাম) হিসেবে নিয়োগ লাভ করেছেন। চলতি বছরের পহেলা আগস্ট থেকে তিনি সেখানে যোগদান করবেন। নেপালের কাঠমুন্ডু সার্ক সচিবালয় থেকে তিনি সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।

এ নিয়োগের মাধ্যমে সার্কের ডিডিপি হিসেবে দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।

অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা এবং এই যোগাযোগের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য হবে। এটা সার্ক কালচারাল সেন্টারেরও মূল লক্ষ্য। সেখানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমি প্রতিনিধিত্ব করব। এই অর্জন দেশের জন্যও গৌরবের।’

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার কলম্বোতে সার্ক কালচারাল সেন্টার (এসসিসি) প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রটি সাংস্কৃতিক সংহতি এবং আন্তঃসাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক ঐক্যের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। একইসাথে সার্ক সংস্কৃতির এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুরক্ষার জন্যও অবদান রাখছে এই কেন্দ্র।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর