সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় কামারপট্টিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সাব্বির আহমদ (২০) নামের যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তার বাবা অলিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। খুনের ঘটনায় আটককৃত ৩ জনকে পুলিশ মামলায় গ্রেফতার দেখিয়েছে।
নগরীর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো. ইয়াসিন আহমদ জানান, মামলায় ১০ জনের নামোল্লেখসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গত মঙ্গলবার দিবাগত রাতে মদিনা মার্কেট এলাকা থেকে আটককৃত রাজু মিয়া, সাকিন নুর তালুকদার ও তাজুল আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিনিয়র-জুনিয়র দ্ব›েদ্বর জেরে নগরীর নগরীর কানিশাইল মজুমদারপাড়ার অলিউর রহমানের ছেলে সাব্বির আহমদকে ছুরিকাঘাতে খুন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর