সিলেট নগরীতে নাশকতা ঠেকাতে গভীর রাতে সাড়াশি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাত ১২টা থেকে নগরীর বিভিন্ন হোটেলে ব্লক রেইড এবং ব্যাচেলর ম্যাসগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশের বেশকয়েকটি টিম।
এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত থেকে নিরাপত্তা চৌকি বসিয়ে সন্দেহজনক যানবাহন ও লোকজনকে তল্লাশি করা হচ্ছে। এতে পৃথকভাবে মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার (উত্তর) আজাবাহার আলী শেখ।
পুলিশ সূত্র জানিয়েছে, দুর্বৃত্তরা সিলেটে নগরীতে নাশকতার ঘটনা ঘটাতে পারে এমন তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার হাতে। এমন আশঙ্কা থেকেই গভীর রাতে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশ।
তবে, অভিযানে রাত ১টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।
বিডি প্রতিদিন/ফারজানা