৭ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৮

ওসমানী বিমানবন্দরের ডাস্টবিনে মিলল ১২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ওসমানী বিমানবন্দরের ডাস্টবিনে মিলল ১২ স্বর্ণের বার

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিন থেকে দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ বারগুলো উদ্ধার করেন বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দারা।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আজগর আলী জানান, কোনো যাত্রী সম্ভবত বাইরে থেকে স্বর্ণের বারগুলো নিয়ে এসেছিলেন। কিন্তু এগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে বারগুলো ফেলে রাখেন। জব্দকৃত বারগুলোর ওজন প্রায় দেড় কেজি। এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ২৮ লাখ টাকা।

তিনি জানান, শনিবার সকালে সিলেট-লন্ডন কানেকটিং ফ্লাইট, দুবাই-সিলেট ফ্লাইট ও অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। এসব ফ্লাইটের কোনো একটিতে স্বর্ণের বারগুলো আনা হয়ে থাকতে পারে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর