২০ জানুয়ারি, ২০২০ ২০:১৩

সিলেটে পাথরের গর্তে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পাথরের গর্তে প্রাণ গেল শ্রমিকের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে মারা গেছেন এক শ্রমিক। সোমবার সকালে শাহ আরেফিন টিলায় স্থানীয় আইয়ূব আলী নামে এক ব্যক্তির মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক লিটন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার দৌলরা গ্রামের বাসিন্দা। একই দুর্ঘটনায় মাটিচাপায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন, আবু তাহের শাহীন ও পাভেল। তারাও নিহত লিটন মিয়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আরেফিন টিলায় গর্ত করে প্রভাবশালীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন। সোমবার সকালে আইয়ূব আলীর মালিকানাধীন গর্তের মাটি ধসে ঘটনাস্থলেই মারা যান লিটন মিয়া নামের এক শ্রমিক। আহত হন আরও তিনজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গত ১৬ জানুয়ারি ভোলাগঞ্জ পাথর কোয়ারির কালাইরাগে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বোমা মেশিনের বেল্ট ছিঁড়ে আবদুস ছালাম নামের এক শ্রমিক নিহত হন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর