সিলেটের বিশ্বনাথ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্নালী পালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
আরও অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই