সিলেটে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ১৪ বছর পর গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার জিয়াউর নামের ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার তাকে গোলাপগঞ্জ থানার আছিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জিয়াউর রহমান বিয়ানীবাজার থানার মাথিউরা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুস ছালামের ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, ২০১৬ সালে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে জিয়াউর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ১৪ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার